আশা করি সবাই ভালো আছেন। আপনার ভালো থাকা জেনো আরো ভালো হয় এ জন্যই আমি মাঝে মাঝেই আপনাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় তিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হই।
আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো ওয়েবসাইটকে এন্ড্রয়েড অ্যাপে রুপান্তর করবেন। এটা মোবাইল এবং পিসি থেকেও করা যাবে। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে যার কোনো অ্যাপ নেই অথবা যেকোনো ওয়েবসাইট কে অযাপে রুপান্তর করতে পারবেন।
এবং সেটা মোবাইলে ব্যবহারের পাশাপাশি প্লে স্টোরেও আপলোড দেয়া যাবে। পুরো প্রক্রিয়াটাই খুব সহজ ।
এ জন্য এই ওয়েবসাইটে যেতে হবে
স্ক্রিনশটে দেখানো প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
২/ অ্যাপের টাইটেল বা নাম দিতে হবে।
৩/ অ্যাপের জন্য একটা লোগো বা আইকন দিতে হবে।
তারপর CREATE MY APP এই লেখাতে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাপটি ক্রিয়েট হয়ে যাবে।
tnx সবাইকে। track রিলেটেড যে কোনো বিষয়ে জানার জন্য কমেন্ট করুন। উত্তর দেয়ার চেষ্ঠা করবো।
Post a Comment